উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কবিরহাট পরিদর্শন, ১৯ ডিসেম্বর ২০১৭
জনাব এ কে এম জহিরুল ইসলাম, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী গত ১৯ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ তারিখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কবিরহাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার পরিকল্পনা সহকারী সহ অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ উপস্থিত হলে উপ-পরিচালক সকলকে নিয়ে মাসিক প্রতিবেদনের ভুল-ত্রুটি আলোচনা করেন এবং তা নিরসনের নির্দেশ দেন। সঠিকভাবে প্রতিবেদন প্রেরণের জন্যে তিনি কিছু নির্দেশনা দেন। ইউনিয়ন ভিত্তিক পরিবার পরিকল্পনা কার্যক্রম বিশেষ করে LAPM কার্যক্রম বাস্তবায়নে পরিবার পরিকল্পনা পরিদর্শকদের উৎসাহ প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবেশ সুন্দর থাকায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। এছাড়া কার্যালয়ে আসবাবপত্রের অপ্রতুলতায় জরুরীভাবে আসবাবপত্রের তালিকা প্রস্তুত করে চাহিদা অধিদপ্তরে প্রেরণের জন্যে বলেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞ্যাপন করে অফিস ত্যাগ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS