Title
জমাদ্দার বাড়ি, একলাশপুর গ্রাম, একলাশপুর ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত।
Details
উঠান বৈঠক
তারিখ : ২৫/০৭/২৩
স্থান : জমাদ্দার বাড়ি, একলাশপুর গ্রাম, একলাশপুর ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলা।
আয়োজনে : fpi জনাব মহসিন, FWA জনাব রেহানা আক্তার এবং স পরিবার কল্যাণ সহকারীর মাঠ কার্যক্রমে ট্যাবে এন্ট্রিকৃত তথ্যাদি অনুসারে উপাত্ত যাচাই।
তারিখ : ২৫/০৭/২০২৩
স্থান : একলাশপুর গ্রাম, একলাশপুর ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলা।
১/খ ইউনিটের FWA জনাব রেহানা আক্তার এর কর্মএলাকা।
সাথে ছিলেন জনাব মো: মহসিন, FWA জনাব রেহানা আক্তার এবং সংযোগ প্রকল্পের আইরিন আক্তার।
উক্ত উঠান বৈঠকে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, নোয়াখালী এর প্রশিক্ষণ কর্মকর্তা জনাব আব্দুর রহমান এর নেতৃত্বে মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণরত FWA গন উপস্থিত হন। তারা সরাসরি মাঠ কার্যক্রমের অভিজ্ঞতা অর্জন করেন।