সুন্দলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন, ১৯ ডিসেম্বর ২০১৭
জনাব এ কে এম জহিরুল ইসলাম, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী গত ১৯ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ তারিখে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), কবিরহাট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কবিরহাট, মা-মনি এইচএসএস প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, এমএলএসএস, আয়া উপস্থিত ছিলেন। সুন্দলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে ২৪/৭ ডেলিভারি কেন্দ্র ঘোষণা করার জন্য আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য দায়িত্বরতদের নির্দেশনা দেয়া হয় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগীতা চাওয়া হয়। পরিদর্শনকালে একটি স্বাভাবিক প্রসব হয়। কেন্দ্রের কাজ সন্তোষজনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস