বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা উদ্বোধন।
বিস্তারিত
প্রসবকালীন মা ও শিশুর জীবনের ঝুকি হ্রাস করতে প্রতিষ্ঠানিক প্রসব সেবার বিকল্প নেই। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব সেবার আওতায় আনার লক্ষ্যে বেগমগঞ্জের কৃতী সন্তান বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুল এর নামে বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৩। উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব এ কে এম জহিরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মাহফুজুল হক, উপজেলা নির্বাহী অফিসার, বেগমগঞ্জ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বেগমগঞ্জ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), বেগমগঞ্জ সহ অন্যান্যরা।
এই কেন্দ্রে হতে ৭দিন ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবার সুবিধা পাবেন ইউনিয়নবাসী।