ধানসিঁড়ি ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কবিরহাটে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা উদ্বোধন।
বিস্তারিত
প্রসবকালীন মা ও শিশুর জীবনের ঝুঁকি হ্রাস করতে প্রতিষ্ঠানিক প্রসব সেবার বিকল্প নেই। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাকে শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব সেবার আওতায় আনার লক্ষ্যে ধানসিঁড়ি ইউনিয়নে ৩১ আগষ্ট ২০২১ খ্রিঃ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা ৭দিন স্বাভাবিক প্রসব সেবার শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা প্রশাসক, নোয়াখালী।
উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জনাব এ কে এম জহিরুল ইসলাম, কবিরহাট উপজেলা চেয়ারম্যান জনাব কামরুন নাহার, উপজেল নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা আক্তার, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সেভ দ্যা চিলড্রেন কর্মকর্তাগণ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।