Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বেগমগঞ্জ, নোয়াখালী ও অম্বরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সোনাইমুড়ী, নোয়াখালীতে বিশেষ আইইউডি সেবাদান কর্মসূচি পালন।
বিস্তারিত
তারিখ : ৩০/০৮/২০২৩
পরিদর্শনকারী কর্মকর্তা :
ইফতেখার আহমেদ চৌধুরী, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নোয়াখালী এবং 
ডা. মো: কামরুল হাসান, সহকারী পরিচালক (সিসি), নোয়াখালী। 
পরিদর্শনের স্থান :
১) গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বেগমগঞ্জ, নোয়াখালী।  
২) অম্বরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সোনাইমুড়ী, নোয়াখালী।
সহকর্মীদের উদ্যোমী ভূমিকায় নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আরও একটি সাফল্যমন্ডিত দিন অতিক্রান্ত হলো।
বেগমগঞ্জ এবং সোনাইমুড়ী উপজেলার দু'টি কেন্দ্র পরিদর্শনকালে সেবা গ্রহিতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করি।
সকালে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন ছাড়াও "বিশেষ আইইউডি সেবাদান কর্মসূচি"র তদারকি করা হয়। 
সহকর্মীদের আন্তরিক ভূমিকায় রেকর্ড সংখ্যক ৬৮ জনকে আইইউডি'র সেবা প্রদান করা হয়।
সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ তাদের নিরলস প্রচেষ্টার জন্য। সকাল থেকেই উপস্থিত থেকে ক্যাম্প ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডা. মো: জহিরুল হক, MO(MCH-FP), বেগমগঞ্জ এবং জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন, ইউএফপিও, বেগমগঞ্জ। 
জেলার ১ম পর্যায়ের ১২টি মডেল UH&FWC এর মধ্যে অন্যতম এ কেন্দ্রে জুলাই /২৩ মাসে ৭৩ জনকে প্রসবসেবা প্রদান করা হয়। কিন্তু কেন্দ্রটির অবকাঠামোগত সম্প্রসারণ আবশ্যক। 
বেলা ২-০০ ঘটিকা হতে সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন।
বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রটি পরিদর্শন করা হয়। 
এখানে "বিশেষ আইইউডি সেবাদান কর্মসূচি"তে রেকর্ডসংখ্যক ৮৫ জনকে আইইউডি সেবা প্রদান করা হয়।
অনন্য সাধারণ একটি পারফরম্যান্স। 
অনন্য ভূমিকার জন্য ধন্যবাদ সোনাইমুড়ী উপজেলার সহকর্মীদের। 
ক্যাম্পের সার্বিক সফলতায় সকল সহকর্মী ছিলেন উজ্জীবিত ভূমিকায়। যোগ্য নেতৃত্ব দিয়েছেন ইউএফপিও, সোনাইমুড়ী জনাব নাজনীন আক্তার এবং MO(MCH-FP), সোনাইমুড়ী ডা. মো: নুরুল আফছার।
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/08/2023
আর্কাইভ তারিখ
31/12/2023