Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এওজবালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর, নোয়াখালী ও ঘোষবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কবিরহাট, নোয়াখালীতে বিশেষ আইইউডি সেবাদান কর্মসূচি পালন।
বিস্তারিত

 তারিখ : ২৯/০৮/২৩

১) এওজবালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর, নোয়াখালী।  
২) ঘোষবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কবিরহাট, নোয়াখালী।
সহকর্মীদের উদ্যোমী ভূমিকায় নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আরও একটি সাফল্যমন্ডিত দিনের সাক্ষী হলাম।
সদর এবং কবিরহাট উপজেলার দু'টি কেন্দ্র পরিদর্শনকালে সেবা গ্রহিতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করি।
সকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন ছাড়াও "বিশেষ আইইউডি সেবাদান কর্মসূচি" র তদারকি করা হয়। এওজবালিয়া এবং কালাদরাপ ইউনিয়নের সহকর্মীদের আন্তরিক ভূমিকায় রেকর্ড সংখ্যক ৬০ জনকে আইইউডি'র সেবা প্রদান করা হয়।
সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ তাদের নিরলস প্রচেষ্টার জন্য। 
বেলা ২-০০ ঘটিকা হতে কবিরহাটের ঘোষবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন।
বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কেন্দ্রটি পরিদর্শন করা হয়। এখানেও "বিশেষ আইইউডি সেবাদান কর্মসূচি'তে ৩১ জনকে আইইউডি সেবা প্রদান করা হয়।
এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে LAPM Camp এ ৩ জনকে লাইগেশন এবং ৪২ জনকে ইমপ্ল্যান্ট পদ্ধতির সেবা প্রদান করা হয়। এই উপজেলাতেও সহকর্মীদের বলিষ্ঠ ভূমিকায় এক দিনে ৭৬ জনকে সেবা প্রদান করা সম্ভব হলো। অনন্য ভূমিকার জন্য ধন্যবাদ কবিরহাট উপজেলার সহকর্মীদের। 
সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো: কামরুল হাসান, সহকারী পরিচালক (সিসি), নোয়াখালী, ডা. আসমা তুন নুর বেনজীর, এমও(এমসিএইচ -এফপি), সদর এবং ডা. অনিরুদ্ধ সাহা, এমও (এমসিএইচ-এফপি),  কবিরহাট, নোয়াখালী। অনেক ধন্যবাদ তাঁদের।
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/08/2023
আর্কাইভ তারিখ
31/12/2023